যে রাজা হতে চায় না, চায় না নায়কের প্রস্থান; সফলতা বা সংসার সম্বন্ধে যার ধারণা মোটিভেশনাল স্পিকার বা সাইকোলজিক্যাল কাউন্সিলরের সঙ্গে মেলে না, সে কীভাবে খাপ খাওয়াবে এই সময়ে?
বইয়ের কোনও শাহরুখ খান নেই। নইলে বইদের জন্য বানানো ওম শান্তি ওম দেখে তারাও জানতে পারত যে, ভালো পাঠকের কাছে বই শেষমেশ পৌঁছে যায়ই। আর যদি না যায়, তাহলে জানতে হবে, এডিশন এখনও বাকি আছে মেরে দোস্ত।