যে রাজা হতে চায় না, চায় না নায়কের প্রস্থান; সফলতা বা সংসার সম্বন্ধে যার ধারণা মোটিভেশনাল স্পিকার বা সাইকোলজিক্যাল কাউন্সিলরের সঙ্গে মেলে না, সে কীভাবে খাপ খাওয়াবে এই সময়ে?
আমি সেই পিতৃহীন সন্তান, যে আজও আশা করে বাবা বাড়ি এলে ঘুড়ি কেনা হবে ঠিকই। এই একটা স্বপ্নই তো বারবার হারিয়ে যাওয়া থেকে আমাকে ফিরিয়ে ফিরিয়ে আনে। এই ভাবেই যতক্ষণ পারো স্পর্শ করে থাকো।