ঋক অমৃত উপাধি। ছদ্ম কোন নাম নয়, বরং অমৃতনাথের কারণপক্ষ। নিজেকে অতীত জেনে এই জগৎনাট্যে কালকে নিরবধি ও পৃথ্বীকে বিপুলা মানতে পারেন না। আপাতত এই পোশাকে ঘুঁটের আখা থেকে পাদপ্রদীপ, কমিউনিজম থেকে কামাখ্যা অভিজ্ঞতা তাঁর। পোশাকই তাঁর প্রারব্ধ নির্মান করেন। বিশ্বাস করেন জগৎ, ভাষার প্রতিবিম্বমাত্র; আরও বিশ্বাস করেন ‘যে শব্দ একবার কাগজে নেমে আসে, তা কলমে ফেরে না আর।’ প্রিয় শহর বেনারস, প্রিয় বই মহাভারত, প্রিয় কবি যম। পূর্ব প্রকাশিত কবিতার বই কলেজ স্ট্রিটের চ্যাপলিন, নাটক অশ্বত্থামা-দ্য ওয়ার মেশিন(ইং)। আদেশ।
Get in Touch
Latest Articles:
A word that once descends onto paper, never returns to the pen
অদ্ভুত স্মার্ট আমাদের এই পর্যটক। নাম নয় উপাধিতে ধরা দেন। অথচ জীবন উপাদেয় হবে এই ভয়ে তাঁর, ঠিকানা বদল বারবার। অনুরাগের ভ্রমণে ভাড়া চেক করেন। ক্রমশ অতীত হতে চান তিনি। নিজের ভুলের ভিতরই আরবার হারিয়ে যাওয়া তবু আটকাতে পারেন না। এই ঠিকানা বদল, এই সমস্ত ভুল, আরেকটি ভূগোল রচনা করে। প্রশ্ন জাগে মনে তাঁর, ‘এই পুদগল আয়ুর কাছে কে বড়—স্মৃতি না সময়?’ অথচ সমস্ত প্রশ্নেরা স্নিগ্ধ ডিনারের পর ঘুমাতে যায়। তাঁর কথা বাকি থেকে যায়। যুদ্ধে হেরে গেলে রবার্ট ব্রুশ না, আসাদ জামা খান প্রেরণা হিসেবে ধরা দেন। মেনে নেন সমস্ত অক্ষর কপালসমান, অভাব তৈরি করে, ভাবের ভাস্কর্য নির্মাণ করেন। চিয়ার্স...